ড. আদহাম শারকাভি
লেখক পরিচিতি
ড. আদহাম শারকাভি ফিলিস্তিনি বংশোদ্ভূত একজন আরবি সাহিত্যিক ও দাঈ। বেড়ে উঠেছেন লেবাননে। পড়াশোনা করেছেন আরবি সাহিত্য নিয়ে। কাতারের আল ওয়াতান পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
তাঁর প্রথম গ্রন্থ প্রকাশিত হয়েছিল ২০১২ সালে। অল্প দিনের মধ্যেই তাঁর এই গ্রন্থ ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করে। এরপর একে একে রচনা করেছেন অসংখ্য গ্রন্থ।
ড. শারকাভি তাঁর সাহিত্য-প্রতিভাকে নিয়োজিত করেছেন দ্বীনের সেবায়। এখনও তিনি লিখে চলছেন অবিরত। যুগের চাহিদা বিবেচনায় বিশ্ববাসীকে উপহার দিচ্ছেন নতুন নতুন বই। আল্লাহ তাঁর কর্মময় জীবনকে রহমত ও বরকত দিয়ে ভরপুর করে দিন।