মীযান হারুন
মীযান হারুন। জন্মেছেন ১৯৯৩ সালে বরিশালে। ঢাকায় জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া বনানী মাদরাসায় হিফজ ও দাওরা সম্পন্ন করেছেন। জামিয়া ইসলামিয়া আকবর কমপ্লেক্স ঢাকায় আরবী ভাষা ও সাহিত্যের ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি আলিয়া নেসাবে দাখিল, আলিম সম্পন্নের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন এবং স্নাতক অধ্যয়নরত অবস্থায় স্কলারশিপ নিয়ে সৌদি আরবে পাড়ি জমান। কিং সউদ বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ইনস্টিটিউটে আরবী ভাষার ওপর ডিপ্লোমা এবং আকিদা ও সমকালীন মতবাদের ওপর অনার্স, মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে এমফিল করছেন একই বিষয়ে। ছোটোবেলা থেকেই তাঁর লেখালিখির প্রতি আকর্ষণ; জীবনের মূল ভালো লাগা, ভালোবাসা। অনুবাদ ও মৌলিক মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫-এর অধিক। গার্ডিয়ান পাবলিকেশন্স থেকে তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ ইসলামের মৌলিক আকিদা।