মুহাম্মাদ জাহিদুল ইসলাম
মুহাম্মাদ জাহিদুল ইসলাম।
জন্মেছেন ১৯৮৪ সালে, যশোরে। শিক্ষাজীবনে ঢাকা মডেল কলেজ থেকে মাধ্যমিক সম্পন্নের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এর আগে ১৯৯৬ সালে দারুল উলুম রানাভোলা থেকে নাহু-সরফের দারস এবং ১৯৯৮ সালে কাজিপাড়া সিনিয়র মাদরাসা থেকে দাখিল পাশ করেন।
কর্মজীবনে মার্কেটিং ম্যানেজার হিসেবে নেতৃত্ব দিয়েছেন স্বনামধন্য বিভিন্ন কর্পোরেট কোম্পানিতে। আকিজ কমিউনিকেশন লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবেও দায়িত্বপালন করেছেন। বর্তমানে নিজের ব্যবসায় প্রতিষ্ঠান কোরফিল্ড লিমিটেড-এর এমডি ও সিইও হিসেবে কর্মরত আছেন। এ ছাড়াও তিনি রিহলা ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে নেতৃত্ব দিচ্ছেন।
তিনি হার্ভার্ড ডিভিনিটি স্কুলের গ্রীষ্মকালীন ভাষা প্রোগ্রামের (ক্লাসিক্যাল অ্যারাবিক) ক্যান্ডিডেট হিসেবে মনোনীত হয়েছেন।