মোরশেদা কাইয়ুমী

হোম / মোরশেদা কাইয়ুমী

Image

মোরশেদা কাইয়ুমী

"মোরশেদা কাইয়ুমী। চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল উলুম কামিল মাদরাসা থেকে হাদিস বিভাগে কামিল পাস করেছেন। বর্তমানে দ্বীনি খেদমতে শিক্ষকতা করছেন চট্টগ্রামেরই একটি মাদরাসায়। লেখালিখি করেন উম্মাহর বৃহত্তর কল্যাণ কামনায়, সাদাকায়ে জারিয়ার নিয়তে। ইতোমধ্যেই বেশ কিছু বই আমাদের হাতে তুলে দিয়েছেন। লেখালিখির জগতে পদার্পণ ঘটে একুশে বইমেলায় প্রকাশিত প্রয়োজনে প্রিয়জন উপন্যাসের মাধ্যমে। তার লেখা মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ﷺ এবং ভাবনায় পরকাল পাঠকমহলে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। উমারের সাথে সুন্নাহ শিখি নামে একটি শিশুতোষ বই প্রকাশের অপেক্ষায়। আপনার আমল কাকে দিচ্ছেন? এবং আপনার ঈমান বাঁচান শীর্ষক দুটি পকেটবুক ইতোমধ্যেই পাঠকপ্রিয়তা পেয়েছে। এ ছাড়াও অনেকগুলো যৌথ সংকলনে লেখিকার গল্প স্থান পিকার গল্প স্থান পেয়েছে।"