সালেহ আল মুনাজ্জিদ

হোম / সালেহ আল মুনাজ্জিদ

প্রবৃত্তির দাসত্ব

TK. 147 TK. 109
Image

সালেহ আল মুনাজ্জিদ

সালেহ আল মুনাজ্জিদ সালেহ আল মুনাজ্জিদ। একজন বিখ্যাত ইসলামি স্কলার। ১৯৬০ খ্রিষ্টাব্দের ৭ জুন সিরিয়ার আলেপ্পোতে ফিলিস্তিনি শরণার্থী হিসেবে জন্মগ্রহণ করেন। তবে বেড়ে ওঠেন সৌদি আরবে। শিক্ষাজীবনে সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ইসলামি জ্ঞানার্জন করেন সৌদি আরবের প্রখ্যাত আলিম আবদুল আজিজ ইবনে আবদুল্লাহ ইবনে বাজ, মুহাম্মাদ আল উসাইমিন, আবদুল্লাহ ইবনে জিবরান, সালেহ আল ফাওজান প্রমুখের কাছ থেকে। কর্মজীবনে তিনি ছিলেন সৌদি আরবের আলখোবার শহরে অবস্থিত উমর ইবনে আবদুল আজিজ মসজিদের ইমাম। এ ছাড়াও সৌদিতে ইসলামের প্রতিনিধিত্বকারী প্রথম ওয়েবসাইট রংষধসয়ধ.পড়স- এর প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি সৌদির কারাগারে বন্দিজীবন কাটাচ্ছেন!