সৈয়দ আলী আহসান

হোম / সৈয়দ আলী আহসান

Image

সৈয়দ আলী আহসান

সৈয়দ আলী আহসান বাংলাদেশের স্বনামধন্য কবি, গবেষক, প্রাবন্ধিক ও সম্পাদক। জন্ম ২৬ মার্চ ১৯২২ খ্রিষ্টাব্দে, মাগুরার আলোকদিয়ায়। স্নাতক ও স্নাতকোত্তর ঢাকা বিশ্ববিদ্যলয়ের ইংরেজি বিভাগে। ১৯৪৯ খিষ্টাব্দে একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। এরপর ১৯৫৩ খ্রিষ্টাব্দে করাচি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রধান নিযুক্ত হন। ১৯৬০ থেকে ১৯৬৭ খ্রিষ্টাব্দে পর্যন্ত তিনি ছিলেন বাংলা একাডেমীর পরিচালক। স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ১৯৭৫ থেকে ১৯৭৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং জাতীয় অধ্যাপক হিসেবে মনোনীত হন। ২০০২ খ্রিষ্টাব্দের ২৫ জুলাই এই কীর্তিমান মহান মনীষী মৃত্যুবরণ করেন। কাব্যগ্রন্থ : অনেক আকাশ (১৯৬০) একক সন্ধ্যায় বসন্ত (১৯৬২) সহসা সচকিত (১৯৬৮) উচ্চারণ (১৯৬৮) আমার প্রতিদিনের শব্দ (১৯৭৩) প্রেম যেখানে সর্বস্ব প্রবন্ধগ্রন্থ : বাংলা সাহিত্যের ইতিবৃত্ত-আধুনিক যুগ (১৯৫৭) কবিতার কথা (১৯৫৭) কবিতার কথা ও অন্যান্য বিবেচনা (১৯৬৮) আধুনিক বাংলা কবিতা : শব্দের অনুষঙ্গে (১৯৭০) রবীন্দ্রনাথ : কাব্য বিচারের ভূমিকা (১৯৭৩) মধুসূদন : কবিকৃতি ও কাব্যাদর্শ (১৯৭৬) আধুনিক জার্মান সাহিত্য (১৯৭৬) যখন কলকাতায় ছিলাম (২০০৪) বাংলা সাহিত্যের ইতিহাস-মধ্যযুগ শিল্পবোধ ও শিল্পচৈতন্য জীবনের শিলান্যাস সম্পাদিত গ্রন্থ : পদ্মাবতী (১৯৬৮) মধুমালতী (১৯৭১) অনূদিত গ্রন্থ : ইকবালের কবিতা (১৯৫২) প্রেমের কবিতা (১৯৬০) ইতিহাস (১৯৬৮) রাজা ইডিপাস পুরস্কার ও সম্মাননা : বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৮) সূফী মোতাহার হোসেন স্বর্ণপদক (১৯৭৬) একুশে পদক (১৯৮২) নাসির উদ্দীন স্বর্ণপদক (১৯৮৫) মধুসূদন পুরস্কার (১৯৮৫) স্বাধীনতা পুরস্কার (১৯৮৭) ফররুখ স্মৃতি পফররুখ স্মৃতি পুরস্কার (২০০১)