Salahuddin-er Opekkhay Umar-er Amanat
আল কুদস প্রখ্যাত মিশরীয় ইসলামী চিন্তাবিদ ড. মুহাম্মাদ ইমারাহ রহ.-এর সাড়াজাগানো পুস্তিকা। বইটিতে পশ্চিমা খ্রিষ্টান বিশ্বের যোগসাজশে জায়নবাদী ইসরাইল প্রতিষ্ঠার আদ্যোপান্ত তথ্যভিত্তিক সংক্ষিপ্ত বর্ণনায় ফুটে উঠেছে। বইটির লেখক ঐতিহাসিক তথ্য-প্রমাণ ও দলিলের মাধ্যমে প্রমাণ করেছেন—জেরুসালেম নগরীর প্রকৃত অধিকার কার।
আল কুদসের ভালোবাসা প্রাণে প্রাণে ছড়িয়ে পড়তে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।