পৃষ্ঠা সংখ্যা : ৪৮
মুদ্রিত মূল্য : ১৫০৳
মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যে মুসলিম ধারার পথিকৃৎদের একজন। একাধারে তিনি উপন্যাস, নাটক, প্রবন্ধ সহ সাহিত্যের বিভিন্ন শাখায় কালজয়ী কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। শিশু সাহিত্যে তাঁর প্রতিভা আর দরদের উত্তম উদাহরণ ছোটদের মহানবি। শিশু-কিশোরদের মানস গঠনে এ বই খুবই কার্যকর ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। বইটি এত বেশি দরদ, ভালোবাসা আর মজা করে লেখা--বিমুগ্ধ না হয়ে উপায় নেই।
.