বিশ্ব-রাজনীতি ও রাজনৈতিক ব্যক্তিত্বগণ আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। কায়েদে আযম মুহাম্মদ আলী জিন্নাহ ছিলেন গত শতকের রাজনীতির কেন্দ্রীয় চরিত্রসমূহের অন্যতম। জিন্নাহকে নিয়ে তুমুল আলোচিত বইগুলোর একটি With the Quaid-i-Azam During His Last Days। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. ইলাহি বখশ জিন্নাহর শেষ ষাট দিনের বিবরণী এঁকেছেন চাক্ষুষ অভিজ্ঞতায়। একজন চিকিৎসকের দৃষ্টিতে জিন্নাহর স্বাস্থ্যগত বিষয় প্রাধান্য পাবে এটাই স্বাভাবিক, কিন্তু সেই দিনলিপিতে ওঠে এসেছে পাকিস্তানের রাজনীতির অনেক অজানা অধ্যায়ও।
বইটি বেশ কয়েকবার নিষিদ্ধ হয় পাকিস্তানে। কারণ, পাকিস্তান সরকারকে বিব্রত করবে—এমন অনেক উপাদানই বইটিতে আছে। সত্য তিক্ত হলেও এর মুখোমুখি দাঁড়ানোতে আছে একটি আলাদা স্বাদ। সেই স্বাদ আস্বাদনে পাঠের আমন্ত্রণ—জিন্নাহর জীবনের শেষ ষাট দিন।
.